বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিস্কার সালাত আদায় 

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিস্কার সালাত আদায় 

দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। বৃষ্টি প্রার্থনায় বুধবার (২৪ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে সালাতুল ইস্তিস্কা (বিশেষ নামাজ) আদায় করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নরসিংদী : নরসিংদীর ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা গাবতলী ঈদগাহ ময়দানে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করেছেন নরসিংদীবাসী। ওই মাদ্রাসার উদ্যোগে এ নামাজে সব শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ঈমাম মাওলানা আব্দুল লতিফ খান। এছাড়া একই দিন সদর উপজেলার মাধবদী এসপি ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। 

ফেনী : ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার শতশত মুসল্লি অংশ নেন। ওই নামাজের জামাতে ইমামতি করেছেন ওই মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি আবদুল হান্নান। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রহমত কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা জামায়াত ইসলামির উদ্যোগে আয়োজিত এ নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন দলটির জেলা সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল হান্নান। 

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ আদায় করা হয়। ইস্তিস্কার সালাতের ঈমামের দায়িত্ব পালন করেন মাওলানা আবদুর রহমান। নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আল্লাহর কাছে তাপদাহ নিবারন ও বৃষ্টির জন্য প্রার্থনা করে মুসলমান সমপ্রদায় কান্নায় ভেঙে পড়েন। 

কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা, কাঁঠালবাড়ি, পাঁচগাছি, ভোগডাঙ্গাসহ উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমাম চিলমারী রাজার ভিটা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম বলেন, প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়। মূলত এটি সুন্নতি আমল। তারপর আল্লাহ দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়েছে।

ঝিনাইদহ : বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লীরা। শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশ মুসল্লী অংশ নেন। নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মুহাম্মদ সাঈদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। 

টিএইচ